
খানজাহান আলী থানা প্রতিনিধি : শিরোমণি পূর্বপাড়া মসজিদুল আল আকসা জামে মসজিদ কমিটি কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে নিয়েছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। পবিত্র মাহে রমজান মাস জুড়ে বিশ রাকাত তারাবি এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায়কারী ৪ বছর থেকে ১২ বছর বয়েসি কিশোরদেরকে দিলেন বিশেষ সম্মাননা পুরষ্কার। শুক্রবার জুম্মাবাদ শিরোমণি পুর্বপাড়া মসজিদুল আল আকসা মসজিদ কমিটি উদ্যোগে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি খান মেহেদী হাসান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফারের সঞ্চালনায় মো. খান রফিকুল ইসলাম, খান রবিউল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, পুরষ্কৃত কিশোর, তাদের অভিভাবক এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী বখতিয়ার হোসেন। পুরষ্কার প্রাপ্ত কিশোরদেরকে নগদ অর্থসহ বিভিন্ন ধরনের গিফট সামগ্রী প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগকে মসজিদের সর্বস্তরের মুসল্লিগণ সাধুবাদ জানিয়ে মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।