রূপসা প্রতিনিধিঃ খেলাধুলায় বাড়ে বল চলরে যুবক মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসায় যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে এবং শিশুকিশোরদের হারানো ঐতিহ্য খেলাধুলায় ফিরিয়ে আনতে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত প্রবাসী মোঃ আব্দুল জব্বার শেখ। তিনি ঘাটভোগ ইউনিয়নের নরকেলী চাদপুর গ্রামের বাসীন্দা ও প্রবীণ রাজনীতিবীদ আফসার উদ্দিন শেখের বড় ছেলে। প্রবাসী আঃ জব্বার গতকাল ২৫ জুলাই ইউনিয়নের ছোটবড় সকল ক্লাবে খেলা ধুলার উপকরণ ফুটবল এবং জার্সি উপহার দিয়ে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। উপহার প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নারিকেলি চাঁদ পুর এন সি ইউনাইটেড ক্লাব, পিঠাভোগ ফুটবল একাডেমি, বলটি ফুটবল একাডেমি এবং আনন্দ নগর লস্কর পাড়া ফুটবল একাডেমি। প্রবাসী আঃ জব্বার ফুটবল ও জার্সি উপহার দিয়ে ছাত্র ও যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে অনুপ্রেরণা ও আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। এতেকরে ইউনিয়নের প্রায় প্রতিটি ক্লাবে পৌছে গেল আঃ জব্বার শেখের উপহার। এলাকার শিশুকিশোর এবং যুবকরা প্রবাসী আঃ জব্বার শেখের জার্সি ও ফুটবল উপহার পেয়ে খেলাধুলায় মনোযোগী হয়েছে। তাছাড়া প্রবাসী আঃ জব্বার সমাজ সংস্কারের স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে। তিনি কখনও এলাকার গরীব ও অসহায়দের ঈদের নতুন জামা, কখনও সেমাই চিনিসহ ঈদ উপহারের প্যাকেজ কখনোবা কন্যাদায় গ্রস্ত পিতাকে গোপনে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সমাজের নিপীড়িত অসহায় জনগোষ্ঠির সেবা করে চলেছেন। তাছাড়া তিনি গরিব অসহায় শিক্ষার্থীদের বই খাতা কলমসহ পরীক্ষার পিশ ও স্কুল কলেজের বেতনের অর্থ দিয়ে সাহায্য করে থাকেন। এব্যপারে প্রবাসী আঃ জব্বার শেখের নিকট জানতে চাইলে তিনি জানান ধনীর সম্পদে গরীবের অধিকার রয়েছে। তাই সকল ধনী ব্যাক্তি স্ব- স্ব অবস্থান থেকে উপার্জনের সামান্য অর্থ গরিব ও অসহায়দের মাঝে বন্টন করলে এক সময় সমাজে গরীব মানুষ থাকবেনা। খেলাধুলার উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন আব্দুল মালেক শেখ, আব্দুল হালিম শেখ, মোহাম্মদ হারুন মোড়ল, মোহাম্মদ আসলাম মীর, মোহাম্মদ ফেরদাউস হাওলাদার, মোহাম্মদ বাবুল গাজী, মোহাম্মদ লাবু শেখ, মোহাম্মদ আলতাফ হাওলাদার প্রমুখ।