জন্মভূমি রিপোর্ট : কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার সকাল ৯টায় নগর ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগের (প্লে থেকে নার্সারী) জন্য বিষয় উম্মুক্ত রেখে ‘খ’ বিভাগের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) জন্য ‘আমাদের মুক্তিযুদ্ধ’ এবং ‘গ’ বিভাগের (৩য় থেকে ৫ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘শেখ রাসেল-এর প্রতিকৃতি’ বিষয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া রচনা প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) ‘ছোটদের আদর্শ শেখ রাসেল’ এবং ‘ঙ’ বিভাগের (৯ম থেকে ১০ম শ্রেণি) জন্য ‘আমার ভাবনায় শেখ রাসেল’ বিষয় নির্ধারণ করা হয়েছে।