হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের কোন ভয় নাই।
সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপকর্মকারীদের কোন রাজনৈতিক দল নেই। নিজ দল আওয়ামী লীগের কেউ অপকর্মে জড়িত থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না। শেখ হাসিনা সরকার একটি অসা¤প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
হিন্দু ধর্মাবলম্বীদের মাইনরিটি না ভাবার আহŸান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নাগরিক হিসেবে সকলের সমান সুযোগ ও অধিকার রয়েছে। তিনি বলেন, নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার তেমনি হিন্দু ধর্মাবলম্বীদেরও সমান অধিকার।
ওবায়দুল কাদের বলেন, মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, সা¤প্রদায়িক গোষ্ঠী এদেশের হাজার বছরের ঐতিহ্যে আঘাত আনার অপচেষ্টা করে যাচ্ছে।
শেখ হাসিনা যতদিন আছেন, কোন ভয় নাই : ওবায়দুল কাদের
Leave a comment