জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের মাধবপুর-নাগিরাট ব্রিজ পর্যন্ত ১৫০ ফিট সংযোগ কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে অনেকবার ঘুরেছেন গ্রামবাসীরা। সবাই রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।
আজ সোমবার থেকে নিজ উদ্যোগ রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে উপজেলার বগুড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দারা। প্রথমে গ্রামবাসীরা ২ লাখ টাকা দিয়ে কাজ শুরু করেছেন।
তারা জানান, বগুড়া ইউনিয়নের মাধবপুর-নাগিরাট ব্রিজ পর্যন্ত মাত্র ১৫০ ফিট সংযোগ কাঁচা রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল দশায় পড়ে আছে। ব্রিজের কাছে ১৫০ ফুট কাঁচা রাস্তাটি বর্ষার সময় ভেঙ্গে যাওয়ার ফলে যাতায়াত বন্ধ হয়। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের জন্য গিয়েছি। মেম্বার চেয়ারম্যান ও সরকারি দপ্তর প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু কেউ রাস্তা সংস্কার করে দেয়নি।
গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, আমরা এমপি, চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কাছে অনেকবার ঘুরেছি, তারা প্রতিশ্রুতি দেন কিন্তু কেউ এ রাস্তা সংস্কার করেননি। পরে নিজেদের অর্থায়নে কাজ শুরু করেছি। ওই জায়গা দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয় এবং প্রতিবছর বর্ষায় রাস্তাটি ঠিক থাকে না। এই রাস্তার দুই পাশে পাকা হলেও মাত্র ১৫০ ফুট রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসীর যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থী শিশির বলেন, ‘এই রাস্তাটির কারণে এত দিন বাড়ি থেকে ১ কিলোমিটার বেশি পথ পায়ে হেঁটে আমাদের স্কুলে যেতে হতো। পায়ে হেঁটে গেলে স্কুলে যাওয়া-আসা করতেই দেড় ঘণ্টা সময় চলে যায়। কিন্তু এখন ১০ মিনিটের পথ পাড়ি দিলেই স্কুলে পৌঁছাতে পারবো।’
এ ব্যাপারে শৈলকুপা উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, ‘বরাদ্দ না থাকায় রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ আসলে দেখা যাবে।’
শৈলকুপায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার
Leave a comment