জন্মভূমি রিপোর্ট : সংগ্রাম আর স্বচ্ছতায় ভরা যে জীবন- তার মৃত্যু নেই। মানুষ যখন অস্বচ্ছতায় তলিয়ে যায়- প্রতিবাদের ভাষা খুঁজে ফেরে, তখনই সংগ্রামী মানুষের আবির্ভাব ঘটে। দক্ষিণাঞ্চলের সাংবাদিক সমাজ যখন এক প্রতিকূল পরিস্থিতি পার করছিল তখন যিনি সত্যের জন্য লড়াই করেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন তিনিই শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু।
খুলনা প্রেস ক্লাবসহ সকল প্রগতিশীল লড়াইয়ে তাঁর ভূমিকা ছিল উজ্বল। সাংবাদিক হিসেবে তিনি পেশার প্রতি ছিলেন অটল। কোন রাজনৈতিক মতবিরোধকে পেশার ক্ষেত্রে আমলে নেননি তিনি। কর্মক্ষেত্রে ভিন্ন মত ধারার প্রেসক্লাবের এক সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়। হুমায়ূন কবীর বালু তার পক্ষ নিয়ে ক্লাবের সকল সদস্যদের একত্রিত করে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেন। এ ধরনের উল্লেখযোগ্য ঘটনা সকল সাংবাদিকরা আজো উপলব্ধি করেন। অনেক সাংবাদিক দুঃখ প্রকাশ করে বলেন, হুমায়ূন কবীর বালুর শূন্যস্থান পূরণ করার মত কোন নেতৃত্ব হয়তো প্রেসক্লাবে আর ফিরে আসবে না।