জন্মভূমি রিপোর্ট
স্মৃতির মণিকোঠায় জমা হয়ে থাকে অনেক কিছুই। যার অধিকাংশ কখনই ফিরে আসে না। আবার এমন কিছু বিষয় আছে যা বারবার স্মৃতিজুড়ে বিচরণ করতে থাকে। ঠিক তেমনই চোখ বন্ধ করলেই স্মৃতির ক্যানভাসে স্পষ্ট হয়ে ওঠে শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর অবয়ব। সুদীর্ঘ কর্মজীবনে অনেকটা জুড়েই তিনি মিশে আছেন সংবাদসেবীদের হৃদয়ে। আজো সংকটময় যে কোন মুহূর্তে মনে পড়ে পিতৃ প্রতীম এ মানুষটির কথা। মতাদর্শগত ভিন্নতা যতই থাকুক না কেন, যখনই কোন সংবাদকর্মী ঝুঁকির মুখে পড়েছেন তখনই তিনি এগিয়ে এসেছেন একান্ত আন্তরিকতার সাথেই। আজ তিনি আমাদের মাঝে নেই। ঘৃণ্য পশুদের বোমার আঘাতে তার মৃত্যু হয়েছে বটে তবু তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে হয়ে আছেন অমর।
শোকাবহ জুন
Leave a comment