
শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ কলেজে সরকারি পরিপত্র ও মাউশি চিঠি উপেক্ষা করে অবৈধভাবে উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চলমান রাখার অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় আগামী ০৬/১১/২০২৫ তারিখে নিয়োগ ভোট গঠিত হবে। উল্লেখ্য গত ০৫/১০/২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.২৮ স্বারক নাম্বারের পরিপত্রে বেসরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ তথা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধে প্রজ্ঞাপন জারি করে। তাছাড়া উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউশি ২৭/১০/২০২৫ তারিখে এই পরিপত্রের আলোকে সকল দপ্তরে চিঠি প্রদান করে সকল নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য। এসব নীতিমালা উপেক্ষা করে নিয়োগ বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে অধ্যক্ষ। এর আগে ১০/১০/২০২৫ তারিখের নিয়োগ বোর্ড গঠিত হওয়ার কথা ছিল কিন্তু আর্থিক অনিয়ম এবং বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হওয়ার কারণে সেটি স্থগিত হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় অত্র কলেজ টিতে পরিচালনা পর্ষদ গঠিত হয় নিয়মের তোয়াক্কা না করে অর্থাৎ পরিচালনা পর্ষদ অবৈধ। ২০২২ সালে শূন্য হওয়া পদটির জন্য প্রথমে ২৪/০৫/২০২৫ ইং তারিখে দৈনিক সমকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিন্তু বিধিসম্মত না হওয়ায় ২৪/০৭/২০২৫ ইং তারিখে দৈনিক সকাল পত্রিকায় পুনবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কলেজের সাধারণ শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী দাবি করেন যেহেতু সরকারি প্রজ্ঞাপনে নিয়োগ নিষিদ্ধ এবং কলেজের গভর্নিং বডি অগঠনতান্ত্রিক সেহেতু মোটা অংকের টাকার বিনিময়ে এ নিয়োগ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ হওয়া উচিত।

