উপকুল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে রাতের অন্ধকারে তিন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পুর্ব কৈখালী এলাকার ইসমাইল গাজীর বাড়ি সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয়রা ফরহাদ হোসেন বাবু (৩২), বিলাল হোসেন(৪৪) ও রুবেল(২৯) নামের ঐ তিনজনকে রক্তাত্ত্ব অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়। তারা পশ্চিম কৈখালী গ্রামের ফজলুল হক, মৃত আব্দুল আজিজ ও করিম বক্স গাজীর ছেলে। এঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযো হয়েছে।
আহতরা ফরহাদসহ অন্যরা জানায় বিদেশে যাওয়ার জন্য সাতক্ষীরার কলারোয়ায় বসবাসরত আত্বীয়ের নিকট থেকে ছয় লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন তারা। একপর্যায়ে পুর্ব কৈখালী ইসমাইল গাজী ও আদম গাজীর বাড়ির সামনে পৌছালে দড়ি ফেলে তাদের মটর সাইকেল গতিরোধ করে। এসময় মুখোশপরা আট/নয় জন দুবৃর্ত্ত এসে তাদের সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। শুরুতে বাঁধা দেয়ার চেষ্টা করায় ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়।
আহত ফরহাদের পিতা ফজলুল হক জানান একই এলাকার চিহ্নিত চোরাকারবারী রফিকুল ও হাফিজুরসহ তাদের লোকজন নানাভাবে হমুকি ধমকী দিচ্ছিলেন। এসব ঘটনায় ইতিমধ্যে শ্যামনগর থানায় মামলাসহ সাধারণ ডাযেরী করা হয়েছে। একই চক্রের সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে- দাবি করে হাফিজুর, মফিজুর, রফিকুল, মামুন ও আব্দুর রহিমসহ অজ্ঞাত তিন/চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন। একই দলের সদস্যরা ২০২১১ সালে রতন শেখ নামের এক যুবককে সুন্দরবনের নিয়ে গুম করে দেয় বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে হাফিজুর বলেন কালিঞ্চির সোবহানসহ কয়েকজন এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে। তার লোকজন ভারতীয পণ্য পারাপারে জড়িত হলেও মারামারিতে জড়ায় না বলেও তিনি দাবি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান ফরহাদ ও বিলালের জখম বেশী হলেও তারা কেউ শংকার মধ্যে নেই।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান লিখিত অভিযোগ হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
শ্যামনগরে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাই
Leave a comment