
সিরাজুল ইসলাম, শ্যামনগর: শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংগঠন সিএনআরএস এর উদ্যোগে সোমবার সকালে ১১ টায় সম্মেলন কক্ষে লবণ সহনশীল আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সিএনআরএস- সিডা- বিফোরআরএল প্রকল্পের মাধ্যমে বিনাধান-১৭ ও বিনাধান ২৩ বিতরণ হয়।
স্ইুডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলায় জলবায়ু সহনশীল বিনাধান-১৭ ও বিনাধান ২৩ বিতরনে খন্ডকালীন আলোচনা সভায় বীজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন বলেন এই বীজগুলোর মুল বৈশিষ্ট্য হলো স্বল্পমেয়াদী, উচ্চফলনশীল, জলামগ্নতা, খরা ও লবন সহনশীল, যা শ্যামনগর এলাকার জন্য শতভাগ উপযোগী, এই জাতগুলো স্বল্পমেয়াদী হওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে ও রবি মৌসুমে কৃষকরা গম, সরিষা, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করতে পারবে। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ইউ পি সদস্য, মাহাতাপ উদ্দিন, সুন্দরবন প্রেস ক্লাব, সভাপতিত্ব করেন পিযুষ বাউলিয়া পিন্টু। উপকূলীয় লবণাক্ত এলাকায় এধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও স্ইুডিশ দূতাবাস এর ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম সম্প্রসারন করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এধরনের কার্যক্রমে তাদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। উক্ত প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার এই বছরে মুন্সিগঞ্জ, বুড়িগোলিনী, আটুলিয়া, রমজাননগর ও ঈশ্বরিপুর ইউনিয়নে মোট ৮৫০ জনকে আমন ধানের বীজ প্রদান করা হবে বলে জানান বিফরআরএল প্রকল্পের ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান।