
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার গাগড়ামারী গ্রমের রহমত আলী শেখের বড় ছেলে ইমরান ও তার নববধূকে অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা, গহনা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় ৬/৭ জনের একটি ডাকাত দল এই ঘটনা ঘটায়। ডাকাত দলের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, শাবল, হাতুড়ী, চাইনিজ কুড়াল, ও লোহার রড ছিল। তাছাড়া মুখমন্ডল কাপড় দিয়ে ঢাকা থাকায় কারো চেহারা শনাক্ত করতে পারেনি ভুক্তভোগীরা। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লক্ষ টাকা, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গহনা ও তাদের ব্যবহৃত দুইটি পঞ্চাশ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল বলে জানান ইমরান। এবিষয়ে শ্যামনগর থানায় ওসি আবুল কালাম জানান বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

