
সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১০৪০ কোটি টাকা ব্যয় টেকসই মজবুত পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাদের কাজের দুর্নীতি অনিয়ম ও লুটপাটের খবর এছাড়া বুড়ি গোয়ালিনী ইউনিয়নের জাপান সরকারের দেওয়া ৯৭ কোটি টাকার রাস্তা সংস্কার রাস্তার পাশ দিয়ে ব্লক স্থাপন জিও বাস্তা ডাম্পিংয়ের কাজের বহুমুখী দুর্নীতি কোটি কোটি ৮ টাকা আত্মসাথের অভিযোগের বিষয় নিয়ে শ্যামনগর উপসহকারী বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের অহংকার দিয়ে বলেন দেখে নিবেন, এছাড়া ঈদের দুই দিন আগে কোন ছুটি ছাড়া শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামের ২৫ লক্ষ টাকা নিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাউকে না জানিয়ে রাতারাত্রি লোপাট হবার খবরতেই জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে হুমকির সাথে বলেন আমার উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম ছুটি নেকবানানো আপনি জানার কে আপনার কাছে আমি জবাবদিহি করার জন্য এখানে আসেনি,, উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামের ২৫লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে ইমরান সরদার বলেন তার ক্ষমতা আছে সে নিছে আপনার কিছু করার থাকলে করবেন,। তিনি আরো বলেন আমরা এখানে কোন সাংবাদিকদের জবাবদিহিতা করার জন্য চাকরি করতে আসেনি,। কিন্তু সরকারের ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে সাংবাদিক কেন দেশের যে কোন নাগরিক যে কোন অফিসে তথ্য চাইলে সে কর্মকর্তাকে তথ্য দিতে হবে তথ্য না দিলে সেই কর্মকর্তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে,। তাহলে শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারের খুঁটির জড় কথায় জানতে চায় সাধারণ মানুষ,, বিষয়টি নিয়ে এই প্রতিবেদক বিস্তারিত আলাপ করেন পানি উপদেষ্টা মহোদয়ের সাথে তিনি বলেন আওয়ামী লীগ আমলের যাবতীয় মেগা প্রকল্প ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে আমরা নেক নজর করার আগেই ঠিকাদারী প্রতিষ্ঠান ও এর সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সীমাহীন দুর্নীতি কাজের অনিয়ম ঘুষ বাণিজ্য করেছে,, তিনি আরো বলেন সাতক্ষীরা জেলার গাবুরা ইউনিয়নের মেগা প্রকল্পটি এবং ওই উপজেলার জাপান সরকারের দেওয়া বুড়ি গোয়ালিনী ইউনিয়নের রাস্তা সংস্কার জিও বস্তা ড্যাম্পিং বলাকা স্থাপন নিয়ে বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি অতি শিগগিরই খুলনা বিভাগীয় প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা সহ সকলকে তলপ করা হবে এবং এই দুটি প্রকল্পর কাজের অগ্রগতি কাজের গুণগতমান কাজে রক্ত ছার সবকিছুর বিষয় কঠোর তদরে কি করা হবে প্রমাণ পেলে কঠোর আয়নালোক ব্যবস্থা গ্রহণ করা হবে, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামের দুর্নীতি ঘুষবানীদের সাথে বড় বড় রাঘব বোয়াল কর্মকর্তারা জড়িত রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে সঠিক তথ্য পাওয়া গেছে নাম প্রকাশ অনেক সুখ সাতক্ষীরার সাবেক একজন নির্বাহী প্রকৌশলী এই প্রতিপাদককে জানান পাঁচই আগস্ট গণঅভ্যর্থনের পরে গাবুরা মেঘা প্রকল্পে এবং বুড়ি গোয়ালিনী ইউনিয়নের জাপান সরকারের দেওয়া অর্থ ব্যাপক লুটপাট হয়েছে এর সাথে জড়িত রয়েছে মাঠ পর্যায়ে উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম প্রিন্স রাজা ও উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসবে, উল্লেখ্য শ্যামনগর উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম কোন ছুটি ছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন ভোররাতে ২৫ লক্ষ টাকা নিয়ে ডিপার্টমেন্টের কাউকে না জানিয়ে লপাট হয়েছে সেখান থেকে গোটা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। কারণটা কি জানতে চাই শ্যামনগরের সকল জনপদের সহ সর্বস্তরের জনগণ,