উপকুল (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বাসের চাপায় শাহিনুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খানপুর এলাকায় শ্যামনগর-কালিগঞ্জ সংযোগ সড়কে ঘটনাটি ঘটে। এসময় একই মটর সাইকেলে থাকা আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্বকভাবে আহত হয়। নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন এলাকার বারিক গাজীর ছেলে। আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রােেমর লোকমান কাগুচির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সাতক্ষীরা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা ফুলঝুড়ি কোম্পানীর বাসের নিচে চাপা পড়ে শাহিনুর ও রবিউলকে বহনকারী মটরসাইকেল। চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে শাহিনুরের মৃত্যু হলেও রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘাতক বাসের চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার তথ্য দিয়ে তিনি আরও জানান নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্যামনগরে বাস চাপায় নিহত ১
Leave a comment