সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২১ জানুয়ারী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি একইসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা-৪ সংসদীয় আসন(শ্যামনগর ও কালিগংঞ্জ আংশিক) এর টিম প্রধানের দায়িত্বে রয়েছেন।
এর আগে গত রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। মুলত গত ১৯ জানুয়ারী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে নুতন আহবায়ক কমিটি ঘোষিত হলে সংঘর্ষ শুরু হয়।
উল্লেখ্য প্রায় তিন দশক ধরে শ্যামনগর উপজেলা বিএনপির কোন কাউন্সিল হয়নি। বিগত সময়ে স্থানীয় নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে বিএনপির কমিটি গঠন করতেন। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর বিএনপির রাজনীতি ত্যাগসহ অনেকে মৃত্যুবরণ সত্ত্বেও সেসব জায়গা পুরণ করা হয়নি।
এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।
এসব বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ‘টিম প্রধান’ আব্দুল আলিম জানান কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। পুর্বেকার কমিটিসহ ১৯ জানুয়ারী ঘোষিত নুতন কমিটিও বিলুপ্ত।
নুতনভাবে ঘোষিত শ্যামনগর পৌর কমিটিও বিলুপ্তির মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমুল্যের সমর্থনের ভিত্তিতে নুতন ও যোগ্য নেতৃত্ব র্নির্ধরিত হবে।