
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনয়নের বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম বার্ধক্য জনিত করনে নিজ বাড়িতে গত শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন।
গত শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কাশিমারি কারিতর বাড়ি ঈদগাহ প্রাঙ্গনে মৃত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেনা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।