শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন বড় ভাই ও ভাইপোদের মারধোরে ছোট ভাই কাদের মোড়ল (৬৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার পদ্মপুকুর ইউপির পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাদের মোড়ল একই এলাকার মৃত খতিব মোড়লের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও শ্যামনগর হাসপাতাল সুত্রে জানা গেছে, কাদের মোড়ল ও তার বড় ভাই মোশারফ মোড়ল সহ কয়েকেজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে খুব সকালে জমি নিয়ে কথাকাটাকাটির সময় কাদের মোড়লের বুকে, পেটে সহ অন্যান্য স্থানে আঘাত করেন বড় ভাই মোশারফ মোড়ল ও তার পরিবারের লোকজন।
মারপিটে তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্বজনরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলে, পারিবারিক জমি নিয়ে তার ভাসুরের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে ভাসুর ও ভাসুরের ছেলেরা তার স্বামীকে পিটিয়ে মেরেছেন।
কাদের মোড়লের ছেলে তৈয়েবুর রহমান বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে বালি ভরাট করতে গেলে গোলযোগ বাধে। তারা আমার পিতার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে মেরে ফেলেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যা বলেন, ঘটনাটি জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগরে ভাইয়ের হাতে ভাই খুন

Leave a comment