উপকূল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শ্যামনগর সদরের চন্ডিপুরস্থ গ্রামে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর জানান গত ৫ আগষ্ট আগুন লাগার পর অসংখ্যা অস্ত্র লুট করে দুস্কৃতকারীরা। একই সাথে পুলিশ সদস্যদের ব্যক্তিগত জিনিসপত্রসহ থানার গুরুত্বপুর্ন জিনিসপত্র লুটে নেয় তারা। পরবর্তীতে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার হলেও অদ্যাবধি যথেষ্ট পরিমান সরকারি বেসরকারি অস্ত্র গুলি বাইরে রয়ে গেছে। অপরাপর বাহিনীর পাশাপাশি পুলিশ অস্ত্র উদ্ধারে কাজ করছে জানিয়ে তিনি বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র জমা দিলে পুরস্কৃত করা হবে।