সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুজ্জামান(৩৮) নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর থেকে নূরনগরে নিজ বাড়িতে ফেরার পথে গোপালপুর এলাকায় নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে পড়ে নিহত হন তিনি । নিহত নুরুজ্জামান স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নীলা আকাশ টুডের সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, সাংবাদিক নুরুজ্জামান শুক্রবার রাতে শ্যামনগর থেকে বাইসাইকেলে নুরনগর গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০ টার দিকে শ্যামনগর থেকে নুরনগরগামী সড়কের গোপালপুর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের গর্তের মধ্যে পড়ে যান। এ সময় গর্তের মধ্যে খাড়া করে রাখা রডে তার মাথা ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবার কবির অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনায় অন্ধকার রাস্তায় কোন সতর্কতামূলক ব্যারিকেড ব্যবস্থা না রাখায় অকালে ঝরে গেল একজন সংবাদকর্মীর কর্মীর জীবন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।