শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর থেকে চারটি বস্তায় ভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। গত বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজারের কাছ থেকে এই মাংস উদ্ধার করা হয়। তবে এসময় বনরক্ষীরা কাউকে আটক করতে পারেনি।
পশ্চিম বনভিাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া বন স্টেশনের বনকর্মীদের সাথে নিয়ে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা হরিণ শিকারীরা মাংস ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।