
জন্মভূমি ডেস্ক : খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ গত বৃহস্পতিবার শ্রম দপ্তরে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। খুলনার চারজনের মাঝে তিন লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপ-মহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার ও শ্রম দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।