জন্মভূমি ডেস্ক : ব্যাটিংয়ের শুরু থেকেই সাবধানী শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্নেকে হারালেও দ্বিতীয় জুটিতে ফের প্রতিরোধ গড়ে তুলেছে লঙ্কানরা। উইকেটে থিতু হয়ে দলকে এগিয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। এই জুটি ভাঙার চেষ্টায় বাংলাদেশি বোলাররা। উইকেটের খোঁজে তাসকিন-হাসানরা।
সুপারে ফোরের ম্যাচটিতে কলম্বোতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের প্রথম বলেই অধিনায়কের সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ করতে পারতেন তাসকিন আহমেদ। তার অসাধারণ ইনসুইঙ্গার লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাট-প্যাড ছুঁয়ে লেগ স্ট্যাম্পের একটু ওপর দিয়ে চলে যায়। প্রথম ওভারে দুটো বাউন্ডারি আসলেও তাসকিন বেশ পরীক্ষাই নেন নিশাঙ্কার।
তাসকিনের চতুর্থ বল মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েন নিশাঙ্কা। রিভিউ নিয়ে বেঁচে যান সে যাত্রায়। এরপর দুই ওপেনার নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে মিলে বেশ আগ্রাসী ঢংয়ে ব্যাটিং করেন। ৫.৩ ওভারে ওপেনিংয়ে তুলে ফেলেন ৩৪ রান। তবে, ষষ্ঠ ওভারে জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ।
ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে হাসানকে টানা চার মারেন করুনারত্নে। তৃতীয় বলে ঘুরে দাঁড়ান হাসান। ৫.৩ ওভারে হাসানের বলে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন করুনারত্নে। ১৭ বলে তিন চারে ১৮ করে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশ পায় ম্যাচের প্রথম সাফল্য। এর পর আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বাঁচা-মরার। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে। এমন ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন নাসুম আহমেদ।