বিজ্ঞপ্তি : সংবাদপত্র শিল্পের মানোন্নয়ন ও সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধি প্রসঙ্গে খুলনা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্মানিত প্রকাশক ও সম্পাদকদের সাথে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নির্বাহী পরিষদের মতবিনিময় অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টায় দৈনিক প্রবাহ পত্রিকার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ-উল হক। সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক এনামুল হক সাহেদ।
মতবিনিময়কালে সম্পাদকদ্বয় বলেন, সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে বিজ্ঞাপন নীতিমালার সংশোধন ও বিভিন্ন সরকারি দপ্তরের বিজ্ঞাপন যথাযথ ভাবে প্রদানের ব্যবস্থা করতে হবে। তারা এ ব্যপারে মূখ্যভূমিকা পালনের জন্য সাংবাদিক ইউনিয়নের হস্তক্ষেপ প্রত্যাশা করেন। বিজ্ঞাপনের সুযোগ নিয়ে যে সব পত্রিকা নিয়মিত প্রকাশ করেনা, সাংবাদিকদের বেতন-ভাতা প্রদান করেনা, সে সব পত্রিকাগুলো কালো তালিকাভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন। সম্পাদকদ্বয় সাংবাদিক ইউনিয়নের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম, বিমল সাহা, আল মাহমুদ প্রিন্স, কামরুল আহসান, মেহেদী মাসুদ খান, শহিদুল ইসলাম বাচ্চু, রায়হান মোল্যা, ইলিয়াস হোসেন লাবু, উজ্জ্বল রায়। এসময় সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ খুলনায় কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতা এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংবাদপত্র মালিকদের সহযোগিতা কামনা করেন।