ক্রীড়া প্রতিবেদক : দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জের ধরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণায় অনেক নাটকীয়তা ছিল। একই সময়ে টুর্নামেন্টটির জন্য নির্ধারিত তিনটি ভেন্যুরও সংস্কার কাজ শুরু করে আয়োজক পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এসব ভেন্যু পুরোপুরি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হবে কি না সেই সংশয় ছিল। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে বারবারই শঙ্কার কথা জানানো হচ্ছিল। সেই সংশয় কাটিয়ে লাহোর স্টেডিয়াম ও জার্সি উন্মোচন করেছে পাকিস্তান।
লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল সংস্কার কাজ শুরুর পর থেকে। সেটাই গতকাল প্রকাশ্যে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাও যেনতেনভাবে নয়, স্টেডিয়ামের সংস্কার-পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজনও ছিল। যেখানে আলি জাফর, আয়মা বেগ–সহ দেশটির জনপ্রিয় তারকা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন।
একই ভেন্যুতেই পরবর্তীতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এসে উন্মোচন করেন টুর্নামেন্টটির জন্য নির্ধারিত জার্সিটি। যদিও এর আগে একটি প্রোমো ভিডিওতে নতুন এই কিট প্রকাশ করে পিসিবি। পাকিস্তানের এবারের জার্সিটি অন্যবারের চেয়ে তুলনামূলক ভিন্ন। টি-শার্ট স্টাইলের গাঢ় সবুজ রঙের কলার এবং বাকি অংশে উজ্জ্বল সবুজ রঙ (টিয়া) ব্যবহার করা হয়েছে। হাতা বরাবর বরাবর রাখা হয়েছে গাঢ় সবুজের স্ট্রাইপ। আর ট্রাউজার পুরোটাই গাঢ় সবুজ।
এর আগে সংস্কারকৃত গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি বলেন, ‘আমরা বিশ্বকে দেখিয়ে দেবো যে আমরা কতটা ভালো আয়োজক।’ ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। লাহোরে একটি সেমিফাইনাল ও ফাইনালসহ (যদি ভারত না ওঠে) চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি ম্যাচ রাখা হয়েছে। নবনির্মিত স্টেডিয়ামের উন্মোচন অনুষ্ঠান ছিল অনেকটা আসন্ন টুর্নামেন্টের ড্রেস রিহার্সালের মতো। ছিল জমকালো আলোকসজ্জা ও লেজার লাইটের প্রদর্শনী। পরবর্তীতে গ্যালারিভর্তি দর্শকের সামনে রিজওয়ান-বাবররা উন্মোচন করেন মেগা আসরটির জার্সি।
প্রায় ১১৭ দিনের চেষ্টায় সংস্কার কাজ শেষ হয়েছে লাহোর স্টেডিয়ামের। নতুন করে গাদ্দাফি স্টেডিয়ামে এলইডি ফ্লাডলাইটস, জায়ান্ট স্কোরবোর্ড, অতিথি কক্ষ ও অত্যাধুনিক আসনের ব্যবস্থা করা হয়েছে। ভেন্যুটির সংস্কার কাজে অংশ নিয়েছিলেন ১৫ হাজার কর্মী। তাদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এই ভেন্যুতেই শুরু হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ। আজ (শনিবার) থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই ম্যাচ লাহোর ও বাকি দুই ম্যাচ হবে করাচিতে।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। যেখানে পাকিস্তানের তিনটি ভেন্যু ও দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে টুর্নামেন্টটির ১৫টি ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।