জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, ন্যায় বিচারের স্বার্থে নগরীতে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। কোন নাগরিক যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্ছিত না হয় সে দিকে বিশেষ নজর রাখা হবে। সেজন্যে সকল নাগরিকের মতামতের ভিত্তিতে নগরভবন চলবে। এখানে কোন অপশক্তির প্রশ্রয় দেঅতীতে দেয়া হয়নি ভবিষ্যতেও দেয়া হবে না। তিনি আরো বলেন, একটি সময় ছিলো খুলনা সন্ত্রাস ও মৃত্যুর নগরী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে রাজনৈতিকভাবে সন্ত্রাস বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুলনাকেও আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে সন্ত্রাস বন্ধ করেছি। ইনশাল্লাহ আপনাদের ভোটে পুনরায় মেয়র নির্বাচিত হলে খুলনায় সর্ব সাধারণের ন্যায় বিচারের স্বার্থে সুশাসন প্রতিষ্ঠা করবো।
শুক্রবার ১৪ ও ১৬নং ওয়ার্ডের রায়ের মহল, ১৭নং ওয়ার্ডের বায়তুন নুর জামে মসজিদ মার্কেট এবং মসজিদে জুম্মার নামাজ আদায়, ২০নং ওয়ার্ডের শেখপাড়া বাজার, বিকালে ৩০নং ওয়ার্ডে সন্ধ্যায় ৩১নং ওয়ার্ডে বান্দাবাজার গণসংযোগ, পথসভা এবং নারী কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. আইয়ুব আলী খান, কামরুল ইসলাম বাবলু, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর গাউসুল আজম, শেখ আবিদ উল্লাহ, চ. ম. মুজিবর রহমান, নুর ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, ইউসুফ আলী খান, জাহাঙ্গীর আলী মন্টু, বাদশা হাওলাদার, এ্যাড. আল আমিন উকিল, মো. জসিম উদ্দিন, শামীমুর রহমান শামীমসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।