জন্মভূমি ডেস্ক : সচিবালয়ে আগুনের ঘটনায় সাবেক মুখ্য সচিব জড়িত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডে মোট পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। মন্ত্রণালয়গুলো হলো: যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান, স্থানীয় সরকার এবং সড়ক ও পরিবহন। সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পুড়ে যাওয়া পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্রের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকার কারণে সেটি রিকভার (সংরক্ষণ) করা যাবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথিপত্র সংরক্ষণ পুরোটাই অ্যানালগ পদ্ধতিতে হয়। এই মন্ত্রণালয়ের যে শাখাগুলোর নথি পুড়ে গেছে সেগুলোর কতটুকু রিকভার করা যাবে তা নিরূপণের জন্য মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাত প্রায় ২টার দিকে সচিবালয়ে আগুন লাগার খবর সংবাদমাধ্যমে ছড়াতে থাকে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরের চার ঘণ্টায় তা পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
সচিবালয়ে আগুনের ঘটনায় সাবেক মুখ্য সচিব জড়িত!
Leave a comment