ফরিদ রানা চেয়ারম্যান ও আশিষ কুন্ডু ভাইস-চেয়ারম্যান
বিজ্ঞপ্তি : খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সাংবাদিক এস,এম ফরিদ রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একই প্যানেলের আশিষ কুন্ডু।
বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২৩৪৯ জন ভোটারদের মধ্যে ৮৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে স্মার্ট পরিষদ মনোনীত বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য এস,এম ফরিদ রানা ছাতা প্রতিকে ৪৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শফিকুল ইসলাম চেয়ার প্রতিকে পেয়েছেন পেয়েছেন ৩৪০ ভোট। একই প্যানেল থেকে আশিষ কুন্ডু বই প্রতিকে ৪৩৪ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলাকা রায় কলস প্রতিকে ৩৯৪ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচনে শরিফুল ইসলাম ও প্রশান্ত সরকার পরিচালক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন তরফদার বাদশা মিয়া ও মোলিনা জোয়ার্দার। খুলনা সদর থানা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল সভাপতি এবং জেলা সমবায় অফিসের পরিদর্শক আক্তারুজ্জামান ও আবু সাইদ নির্বাচন পরিচালনার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।