রূপসা প্রতিনিধি
রূপসায় জাতীয় সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান গত ৭ জুলাই সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিকিং সিকদার। সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে ও রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লা, বন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন, দিবা রানী দাশ প্রমূখ। অনুষ্ঠানে অর্ধশত দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।