জন্মভূমি রিপোর্ট : সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়েছে। ৩য়,৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক পত্নী ও বয়রা সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ফারহানা বিনতে আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সককারি কমিশনার মোনতাহিনা।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নিজেদের অবস্থান তৈরী করতে হবে। মান সম্মান নিয়ে মাথা উচু করে দাড়াতে হবে। মানুষকে সম্মান করতে হবে। ছোট্ট শিক্ষার্থীদের উপহার ও গোপলাফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে শিশুদের পরিবেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।