কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছা উপজেলার কাশিমনগর বাজারে বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরে তা এলাকার জনগণের মাঝে প্রচারের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কাশিমনগর বাজার চাঁদনীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং কপিলমুনি ইউনিয়নের ২নং কাশিমনগর ওয়ার্ড আ’লীগের সভাপতি শৈলেন্দ্র দাশের সভাপত্বিতে ও কাশিমনগর ওয়ার্ড সদস্য শেখ রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মঙ্গলী, জি এম হেদায়েত আলী টুকু, নির্মল মজুমদার, ইউপি সদস্য এজাহার আলী গাজী, পবিত্র মন্ডল, শেখ ফজর আলী, তাপস কুমার সাধু, আলমগীর খলিফা, শেখ কবির হোসেন, গাজী শাহিন আলম, সরদার জালাল, ফাইমিন সরদার, কৃষেন্দু দত্ত, সত্যজিৎ দাশ, টপি গোলদার, মেহেদি হাসান, আব্দুল্লাহ আল-মামুন, কাদের গাজী, শেখ হিমেল ও উত্তম অধিকারী প্রমুখ।