
বিজ্ঞপ্তি : বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সরকার বিএনপিকে নির্বাচনে চাচ্ছে, আবার সংবিধান সম্মত নির্বাচনের দাবি করছে। তারা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করেছে। সামরিক স্বৈরশাসকের পতনের লগ্নে ১৯৯১ সালের জাতীয় নির্বাচন সংবিধান সম্মতভাবে হয়নি, হয়েছিল সময়ের প্রয়োজনের দাবিতে। ৯৬ সালেও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে বিএনপিকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান স্বীকৃত দাবি করে তিনি বলেন, সরকার সংবিধানের দোহাই দেবে, আবার দিনের ভোটে রাতে করবে। সুপ্রিম কোর্টের নির্বাচনে ব্যালট ভরে রাখবে, প্রতিদ্বন্দী প্রার্থীকে পুলিশ দিয়ে মারপিট করবে। এটা সংবিধানের কোথায় আছে, প্রশ্ন রাখেন তিনি?
সংযমের মাস রমজানে বিএনপি জনদুর্ভোগ দূর করার দাবিতে জনসম্পৃক্ত ও নিরীহ আন্দোলন কর্মসূচি পালন করছে। কিন্ত ফ্যাসিবাদী সরকার সেই শান্তিপূর্ণ কর্মসূচিও সহ্য করতে না পেরে পুলিশ লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও মিথ্যা মামলা দিযে হয়রানি করছে বলে অভিযোগ করেন হেলাল। তিনি বলেন, বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচি উত্তঙ্গ রূপ নেবে এবং সরকারের পতন না ঘটা পর্যন্ত আন্দোলন চলবে।
শনিবার নগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপি কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব চত্বরে কর্মসূচির শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
বিএনপির আজকের অবস্থান কর্মসূচি বানচাল করতে গত কয়েকদিনে ১২ নেতকার্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ রাশেদ, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, যুবদল নেতা জাহিদ হোসেন, গাজী সালাহউদ্দিনসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।