
বেনাপোল প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক শরিফুল আলম নয়নের চাচা আলতাফ হোসেন দীর্ঘদিন এ্যাজমা ও বুকের সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত আলতাফ হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানা দৌলতপুর এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পুতা পুতনি, পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামায আসর বাদ দৌলতপুর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পাদনা করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ।

