জন্মভূমি রিপোর্ট : দৈনিক জন্মভূমি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ আব্দুল হামিদের ছোট ভাই শেখ আব্দুস সবুর (৬২) রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মৃত্যুবরণ করেছেন। (ইন্না—–রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জন্মভূমি পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় ভাইয়ের মধ্যে সর্ব কনিষ্ঠ ছিলেন আব্দুস সবুর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন, বছর দুই আগে তিনি অবসরে যান। গত ৩ মে তিনি ব্রেইন স্ট্রোক করেন। তাৎক্ষনিকভাবে পরিবারের সদস্যরা তাকে জাতিসংঘ পার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়লাপোতা মোড় এলাকার আরেকটি বেসরকারি হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন।
সূত্র জানান, নিহতের গ্রামের বসতভিটা বটিয়াঘাটা উপেজেলার ভান্ডারকোট মাতবর বাড়ী প্রাঙ্গণে সোমবার বেলা ১১ টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তার মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
সাংবাদিক হামিদের ভাইয়ের মৃত্যুতে শোক

Leave a comment