সাতক্ষীরা : সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে।
সারা দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে সাতক্ষীরা আওয়ামীলীগ পরিবারের ব্যানারে শহরের ডে-নাইট মোড় থেকে ঝটিকা মিছিল শুরু হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়।
পরে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সদস্য অহিদ পারভেজের নেতৃত্বে বড় বাজারে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়।