জন্মভূমি ডেস্ক : সাতক্ষীরায় পুলিশের অভিযানে আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি হেদায়তুল ইসলামসহ বিএনপি-জামায়াতের আরো ১২ জন নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১১ জন বিএনপির এবং একজন জামায়াতের সক্রিয় সমর্থক রয়েছেন। একই সময়ে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামীসহ গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, শনিবার ( ৪ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ১২ জন নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সাতক্ষীরা জেলার ৮টি থানা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।