সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ঘুষি মারামারির জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে রুহুল আমিন (৫০) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার কুখরালী গাজী পাড়া এলাকায় এঘটনা ঘটে।
রুহুল আমিন কুখরালী এলাকার গাজীপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বাড়ির জমির সীমানা বিরোধ নিয়ে রুহুল আমিনের সাথে তার চাচাতো ভাই হাশেম গাজীর বিরোধ চলছিল। এরই জেরে রাতে ঈদগাহ মোড় এলাকায় ক্যারাম বোর্ড খেলা দেখছিলেন রুহুল আমিন। এসময় হাশেম গাজীও ওই স্থানে ছিলেন। জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুহুল আমিন তার চাচাতো ভাই হাশেম গাজীকে একটি ঘুষি মারেন। বাবার গায়ে ঘুষি মারায় পাশে দাড়িয়ে থাকা হাশেম গাজীর ছেলে ইয়াসিন গাজী তার চাচা রুহল আমিনের বুকে ঘুষি মারেন। এতে অসুস্থ্য হয়ে পড়েন রুহুল আমিন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে জেরে খুন
Leave a comment