সিরাজুল ইসলাম শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের চাপায় জোবাইদা ইয়াসমিন নামের এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি শামিনুল ইসলাম জানান, রবিবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার দিক থেকে ব্যাটারি চালিত ভ্যানযোগে মামা আরিফুল রানার সাথে কুশখালি ছয়ঘরিয়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক যশোর সড়কে যাওয়ার সময় মাধবকাটির কাছে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে তরুণী নিহত হয়। নিহতের নাম জোবাইদা ইয়াসমিন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া-তারেক রহমান
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাতক্ষীরা সদর থানার সাব ইন্সপেক্টর-এসআই শাকিল জানান, তিনি ঘটনা স্থলেই আছেন সেখানে ঘাতক ট্রাককে আটক করেছেন। আটক ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট-২২ ৩৮ ৭৫। তবে ট্রাকের ড্রাইভার তাৎক্ষনিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, স্পটে জোবাইদা মারা গেলেও আজিজুল সর্দারের ছেলে আরিফুল রানার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফুল রানা জোবাইদার মামা।
একই সাথে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাউলডাঙ্গার গফুর ঢালীর ছেলে ভ্যানচালক আরিফুল ইসলামের অবস্থাও আশংকাজনক। ঘাতক ট্রাক তার ভ্যানটিকে গাছের সাথে পুরোপুরি চেপে দিয়ে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। ভ্যানচালক আরিফুলও সংজ্ঞাহীন। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তরুণীর মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামিনুল।