সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করেছেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা বৈকারী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় সাগর (২৫) নামক এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১৯ লক্ষ ৬৮ হাজার ৮শ’ ৮৩টাকা। আটক সাগর সদর উপজেলার বৈকারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্ণেল মো: আশরাফুল হক (পিএসসি জি) বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।