সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী তরুনী রোজিনা চুমকি(২০) হত্যা মামলায় ৬ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার দুপরে তাদের সদর উপজেলার থানাঘাটা গ্রাম থেকে গ্রেপ্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার থানাঘাটা এলাকার একরামুল হকের ছেলে ইমরান হক (২৩), স্ত্রী মনোয়ারা খাতুন (৪০), একই গ্রামের মৃত খন্দকার আবুল কাশেমের ছেলে আবু ছালেম(৫৫), আবু ছালেমের তার স্ত্রী নারগিস পারভিন (৪০), ছেলে শাওন (২৮)। এর আগে জনতা গনপিটুনি দিয়ে প্রধান আসামী একরামুল হকের ছেলে মাদকাশক্ত ইলিয়াস (৩০)কে র্যাবের কাছে সোপর্দ করে।
র্যাব জানায়, শনিবার দুপুরে মাদকাসক্ত যুবক ইলিয়াস হক হাতুড়ি দিয়ে পিটিয়ে রোজিনা চুমকি (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষর্থীকে হত্যা করে। সে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। নিহত বুদ্ধি প্রতিবন্ধি তরুনী সাতক্ষীরার রাজারবাগান কলেজ এলাকায় সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল। এঘটনায় ভিকটিমের বড় বোন সকিনা খাতুন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।