
সাতক্ষীর প্রতিনিধি : সাতক্ষীরায় ঘেরের আইলে লাগানো টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দু‘জনের করুন মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও শিয়ালডাঙ্গা গ্রামের নূর ইসলাম খোকার ছেলে সবুজ হোসেন (৩০) । আজ শনিবার(৩১জানুয়ারি) সকাল ৭ দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা মহস্যঘেরে এ দূর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, সকাল ৭ টার দিকে মহস্য ঘেরের বাঁধে টমেটো তুলতে যায় মনিরুল ইসলাম। এসময় পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। এসময় মনিরুল ইসলামের ডাকচিৎকারে ওই এলাকায় কাজ করতে থাকা সবুজ হোসেন তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তাদের দু‘জনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান দু‘জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

