
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় একটি বিশুদ্ধপানি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা চাঁদা দাবীতে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক ১০ পুলিশ কর্মকর্তার নামে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মোছা: শাহানার খাতুন বাদি হয়ে বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু(নিবারণ) আইনে এ মামলা(পিটিশন-১০) দায়ের করেন। বিচারক চাঁদ মো:আব্দুল আলীম আলরাজি। আগামী ৫ জানুয়ারি খুলনা রেঞ্জে উপ-মহাপুলিশ পরিদর্শককে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। তিনি নিজে অথবা অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের পদমর্যাদার নিচে নয় এমন কোন পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পারবেন। মামলায় তৎকালিন পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তারসহ দশ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা মাঝের পাড়ার বাসিন্দা। মামলার অন্যান্য আসামীরা হলেন সাতক্ষীরা তৎকালীন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাসেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হোসেন, সদর থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস, গোয়েন্দা পুলিশের এস-আই রবিন মন্ডল, উপ-পরিদর্শক মিজানুর রহমান,সহকারী উপ-পরিদর্শক রাজু আহম্মেদ ও সহকারী উপ-পরিদর্শক বিষ্ণপদ। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মোহাম্মদ হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

