সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে তিনটি সোনার বারসহ মজনু খান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৬ জুন) বিকেলে কলারোয়া সীমান্তের কাজিরহাট ঠাকুরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মজনু খান মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া কাজিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বিজিবি। ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তিনটি স্বর্ণের বারসহ মজনু খান নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা সোনার বারের ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ২৯ লাখ ৫৩ হাজার টাকা।