
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে গত তিন মাসে বিজিবি চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীসহ প্রায় একুশ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেন। গত ০১ আগস্ট হতে ৩১ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ বিওপি,ক্যাম্প, চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল মাদক উদ্ধার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করে।এসময় চোরাচালানী ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০,৯৪,৮৪,৭৫৮/- (বিশ কোটি চুরানব্বই লক্ষ চুরাশি হাজার সাতশত আটান্ন ) টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, কিটনাশক, খৈল, থ্রি পিস, ব্লাউজ, সেলো মেশিন, মোটর সাইকেল, দুধ, ইদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল চাদর, প্রসাধনী সামগ্রী, শাড়ি, ঔষধ ও বোরকা এবং হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় সিরাপ,ক্যাটাগ্রা ট্যাবঃ, সিন্ডনাফিল ট্যাবঃ টেপডল ট্যাবঃসহ ভারতীয় অন্যান্য মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। অভিযানের সময় ১২ জন আসামীসহ আটককৃত মাদকদ্রব্য সাতক্ষীরা ও কলারোয়া থানায় হস্কতান্তর করে বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল যথা সময়ে কাস্টমস এ জমা দেয়া হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযান অব্যাহত রাখবেন। তিনি বলেন,দেশের তরুন ও যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবলে হতে রক্ষা করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে।

