জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরা জেলার সদর থানা এলাকার বাসিন্দা ট্রাক চালক রুহুল আমিন গাজী হত্যা মামলার আসামি মোঃ হাশেম গাজী (৫৫) গ্রেফতার হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গত রোববার রাতে তাকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা আসামি হাশেম বাসযোগে ঢাকায় পালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১২ মে আসামি হাশেমসহ তার সহযোগিরা রুহুল আমীনকে মারপিট করে গুরুতর জখম করে পলিয়ে যায়। স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হোসেন আসামিদের নাম উল্লেখ করে হত্যা মামলাটি দায়ের করেন।