সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভুমিহীন আন্দোলন ও নাগরিক আন্দোলনের নেতা প্রায়ত এডভোকেট আব্দুর রহিমের সংগ্রামী জীবন নিয়ে সাতক্ষীরার ভূমি ও নাগরিক অধিকার আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা বিসিডিএস ভবনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, এড. আব্দুর রহিমের পুত্র আনোয়ার জাহিদ তপন, জেএসডির কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর সরকার, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি আবুল হোসেন, জেলা বাসদের সংগঠক নিত্যানন্দ সরকার, সাবেক পিপি এড. ওসমান গনি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এড. আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বিশিষ্ঠ মৎস্যজীবী নেতা রফিকুল ইসলাম মোল্লা, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, জেএসডি নেতা আব্দুর জব্বার, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, ভূমিহীন নেতা বায়জিদ হোসেন, বাবর আলী, জাতীয় পাটির নেতা আব্দুল গফ্ফার প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।
আলোচনা সভার বক্তারা এড. আব্দুর রহিমের সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বলেন, তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে সাতক্ষীরার দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার দক্ষ নেতৃত্বের কারনে সেই ভুমিহীনরা আজ সরকারী খাসজমি বন্দোবস্ত পেয়ে নিজেদের পায়ে দাড়ানোর সুযোগ পেয়েছেন। বক্তারা বলেন, সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকলে আজ আরো বহু ভূমিহীন গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হতো।
সাতক্ষীরার ভূমি ও নাগরিক অধিকার আন্দোলন শীর্ষক আলোচনা সভা
Leave a comment