সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগারের জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পালিয়ে যাওয়া ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সাতক্ষীরা, শ্যামনগর ও পাটকেলঘাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিষখালী গ্রামের নুরুজ্জামান গাজী (৪৪), মাহমুদপুর এলাকার মোশারফ হোসেন (৪৪), বংসিপুর এলাকার আবু সাঈদ (২৭), পাটকেলঘাটা থানার হাজরাপাড়া এলাকার সুলতান মোড়ল (২৬), সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের আক্তারুল ইসলাম (৩২)।
র্যাব জানান, গতকাল ৫ আগষ্ট বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে গ্রেপ্তারকৃতরা আসামীগন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহার সহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে, আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্র সহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।