
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে শনিবার দুপুরে ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এসময় পাচারকারী ফারুক হোসেন নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে কলারোয় উপজেলার কেড়াগাছী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
সাতক্ষীরা বিজিবি‘র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, লে.কর্ণেল মো: আশরাফুল হক (পিএসসি.জি) জানান, কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মো: আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ১২ টার দিকে উক্ত এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে ফারুক হোসেন (৪২) কে আটক করা হয়। এনময় আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ০৬ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম যার মূল্য ৫৭,৭৩,৭৪৩/- (সাতান্ন লক্ষ তিয়াত্তর হাজার সাতশত তেতাল্লিশ) টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

