ক্রীড়া প্রতিবেদক : দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পাচ্ছে নারী ফুটবল দল। সাম্প্রতিক সময়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করায় ফিফার কাছ থেকে সুসংবাদ পেয়েছেন মেয়েরা। ফিফার সর্বশেষ হালনাগাদে র্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের।
বর্তমানে বাংলাদেশের অবস্থান এখন ১৩২ নম্বরে। রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। আগে ছিল ১৩৯ নম্বরে। বাংলাদেশের র্যাংকিং উন্নতির পেছনে প্রধান নির্নায়ক সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
র্যাংকিংয়ে বাংলাদেশি ছেলেদের উন্নতি খুব একটা না হলেও ঠিকই হচ্ছে মেয়েদের। বর্তমান র্যাংকিংয়েও মেয়েদের থেকে বেশ পেছনে ছেলেরা। শেখ মোরসালিন-তপু বর্মনদের বর্তমান অবস্থান ১৮৫ নম্বরে। চার মাস পর প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে উন্নতি হওয়ায় দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এই দুই দলকে জায়গা দিতে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ৪ নম্বরে থাকা ইংল্যান্ডের পরেই আছে সুইডেনি ও কানাডা। সাতে জায়গা পেয়েছে ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ব্রাজিল শীর্ষ দশে জায়গা পেলেও আর্জেন্টিনা ৩৩ নম্বরে।
সাফ জয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের মেয়েরা
Leave a comment