বিজ্ঞপ্তি : ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কাওসারের বাড়িতে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছেন মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছেন। এই নির্বাচনকে ভন্ডুল করতে ষড়যন্ত্রকারীরা সাবেক কাউন্সিলরের বাসভবনে হামলা চালিয়েছে। নেতৃবৃন্দ প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না। সেজন্যে সাবেক কাউন্সিলরের বাসভবনে যে বা যারাই হামলা করুক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন কাজি আমিনুল হক, এমডিএ বাবুল রানা, এ্যাড. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মো. আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান।