জন্মভূমি ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে ২৪তম প্রধানমন্ত্রী হয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ফল ঘোষণার পর সংসদের প্রধান বিরোধী দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে শেহবাজের দলের হট্টগোল বাঁধে। এর মধ্যেই বিজয়ী ভাষণ দেন নতুন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেছেন, সামনের কাজ ‘কঠিন’ কিন্তু ‘অসম্ভব’ নয়। দেশের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় শেহবাজ শরিফ সকল সমর্থক ও জোটকে ধন্যবাদ জানান। এই পদে মনোনীত করার জন্য পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তৃতায় শেহবাজ দেশের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস তুলে ধরে পিপিপি প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর ‘জুডিশিয়াল কিলিং’-এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি গণতন্ত্রের জন্য চূড়ান্ত মূল্য দেয়ায় তার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
কারও নাম উচ্চারণ না করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায় থাকার সময় বিরোধীদের আক্রমণের নিন্দা করেন তিনি। এছাড়াও দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা জাতীয় স্বার্থের পরিপন্থী বলেও কটাক্ষ করেন তিনি।
শেহবাজ বলেন, এটি দুই নেতৃত্বের মধ্যে পার্থক্য। হাউজ সাক্ষী যে (পিএমএল-এন) কখনও প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হওয়ার কথা ভাবেনি। বিরাজমান সংকট থেকে দেশকে বের করে আনার জন্য তার সরকারের পরিকল্পনা সম্পর্কে শেহবাজ বলেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে ও চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সর্বস্তরের মানুষকে এক হতে হবে। উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে টাকা আসবে কোথা থেকে? সশস্ত্র বাহিনীর সরকারি কর্মচারীদের বেতন কোথা থেকে দেয়া হবে? এই সবই বছরের পর বছর ধরে ঋণের মাধ্যমে বহন করা হচ্ছে। এটি আজ দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।