জন্মভূমি ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট ১২টি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১২ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ছয়টি বাস, দুটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এসব যানবাহনের আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট এবং ১০৫ জন কর্মী কাজ করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের শ্রীপুর বাজারে একটি পিকআপে আগুন দেওয়া হয়। একইদিন সকাল ৮টা ৩০ মিনিটে নগরীর খিলগাঁও তালতলায় একটি অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দেওয়া হয়। এদিন সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটের দিকে খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটের দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণিতে একটি বাসে আগুন দেওয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত কয়েকটি মোট ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।